স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে, সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে, পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাতক্ষীরা মীর আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল, এস এম জামিল আহমেদসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।