জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন উপলক্ষে ১৮ই অক্টোবর ২০২২ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ টায় আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয় কাট্টলী সাগরপাড়ে ।
শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই মহুতী আয়োজনের প্রারম্ভিক সূচনা করা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে ।
জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্ত আকাশে বেলুন উড়িয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মোড়ক উন্মোচন করা হয় ।
শেখ রাসেল এর জন্মদিন এবং শেখ রাসেল মেনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয় ।
শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এবং আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন -চট্টগ্রামে আরেকটি খেলার মাঠ উদ্বোধন হলো ।
এতে করে চট্টগ্রাম থেকে আরোও বেশি খেলোয়াড় তৈরি হবে ।প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশ সাধিত করে ।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন হওয়ায় আমরা আনন্দিত এবং পাশাপাশি ধন্যবাদ জানান প্রতিষ্ঠাতা আলহাজ্ব মনজুর আলমকে ।
প্রধান অতিথি আরও বলেন শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে যুগোপযোগী এবং আধুনিকায়নে চট্টগ্রাম ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সার্বিক পরামর্শ সহ আন্তরিকতা চলমান থাকবে।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪- আসনের সংসদ সদস্য এবং শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ,তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক এবং আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক এম সাইফুল আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ নং ওয়ার্ডের “আমরা রাসেল স্মৃতি সংসদ” এর সভাপতি এবং সাবেক মেয়র এম মনজুর আলমের দৌহিত্র নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতি ,প্রধান অতিথি এবং উদ্বোধককে ফুলের শুভেচ্ছা জানান- উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উকত মহুতি আয়োজনে প্রধান অতিথিকে এবং উদ্বোধক কে সম্মাননা স্মারক তুলে দেন নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম ।
সভাপতি কে সম্মাননা স্মারক তুলে দেন আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর ।
আলহাজ্ব এম মনজুর আলমের দৌহিত্র নাবিদ আব্দুল্লাহ কে সম্মাননা স্মারক তুলে দেন ইংরেজি প্রভাষক লায়লা নাজনীন রব।
আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রভাষক লায়লা নাজনীন রব এবং সহকারি অধ্যাপক কাজী মাহবুবুল রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার মেজবাহ উদ্দিন তুহিন ,আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক তরুণ শিল্পপতি আলহাজ্ব সারোয়ার আলম এবং আলহাজ্ব ফারুক আজম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিম নুরজাহান রবি ।
আকবরশা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন ,সহ-সভাপতি লোকমান আলী ।
উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।
আলহাজ্ব মোস্তাফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দ এবং আলহাজ্ব মোস্তফা হাকিম স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন দল এবং রার্নাসআফ দলের হাতে পুরস্কার তুলে দেন
শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক আলহাজ্ব দিদারুল আলম এমপি চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য।
১৮ই অক্টোবর ২০২২ ইংরেজি শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের শুভ যাত্রা শুরু হয়।