ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার :টানা ৩ বার ক্ষমতায় থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ ত্যাগে বিজয় উল্লাস র্যালি করেছেন ঢাকা মহানগর উত্তরের ১৩ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার বিকেলে ১৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান সম্রাটের নেতৃত্বে একটি বিজয় উল্লাস মিছিল বের করে। পরে মিছিলটি ১৩ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মনিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসে।
এ সময় মিরপুর থানা যুবদলের ১৩ নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান সম্রাট বলেন বলেন-স্বৈরাচারী সরকার থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আমরা আমাদের দেশকে নতুন করে গুছিয়ে নিব। আমাদের দেশে অনেক সংখ্যালঘু হিন্দুরা সম্প্রদায় মানুষ রয়েছে তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।
তিনি আরো বলেন এদেশ আমাদের। আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবো না। এদিক দিয়ে আমাদের সচেতন হতে হবে।
উক্ত আনন্দ মিছিলে বাহাদুর ইসলাম, আজিম মল্লিক সহ বিএনপি’র যুবদলের ১৩ নং ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।