
মোঃ সাইদুর রহমান স্টাফ রিপোর্টার নাটোর:
নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেলে নলডাঙ্গার রামসার কাজীপুর আমতলী ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে বলেছিলেন, “খুনি শেখ হাসিনার ফাঁসির রায়ে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।”শেখ মুজিবর মারা যাবার পরেও জনগন মিষ্টি বিতরন করেছে।
দুলু তার বক্তব্যে আরও বলেন, “আল্লাহ সঠিক বিচার করে থাকেন, শেখ হাসিনার ফাঁসির রায় তাঁর একটি প্রমাণ।” তিনি এর মাধ্যমে মন্তব্য করছেন যে, জনগণ তার নেত্রীর বিরুদ্ধে দেওয়া ফৌজদারি রায়ে আনন্দ প্রকাশ করেছে।
উক্ত বৈঠকে দুলু রাজনৈতিক সহিংসতা, বিচার প্রক্রিয়া এবং সম্প্রতি আলোচ্য যে মামলাগুলোর রায় এসেছে সেসব ইস্যুতে আলোচনা করেন। তার ভাষ্য অনুযায়ী, ভিডিও প্রমাণ ও সাক্ষ্য-দাবি আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এটাই এখন “সময় দাবি করেছে” যে নিস্পত্তি হোক ও দায়ীদের বিরুদ্ধে বিচার স্থির করা উচিত।
দুলু আরও প্রতিবেশী দেশ ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।”
উঠান বৈঠকে জেলা ও স্থানীয় বিএনপি-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নির্বাচন কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, দেওয়ান শাহীন, পুরাতন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, যুবদল নেতা মামুনুর রশীদ খান, গিয়াস উদ্দিন প্রমূখ।