রাজশাহী বিভাগীয় প্রধানঃ
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে এবার বগুড়ার শেরপুরে ঘর পাচ্ছেন ১শ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে ২শতাংশ জমির দলিলসহ গৃহ হস্তান্তর করা হবে।
রবিবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ময়নুল ইসলাম।
তিনি জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শেরপুর উপজেলায় তৃতীয় পর্যায়ে সর্বমোট ১৪৫টি ঘর নির্মাণ কাজ চলছে। এর মধ্যে ১০০টি গৃহ আগামী মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে হস্তান্তর করা হবে। সারাদেশে একযোগে এর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেরপুর উপজেলায় প্রতিটি ঘর নির্মাণে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা করে ব্যয় হয়েছে বলে তিনি জানান। উপজেলার ৫টি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
প্রেস বিফ্রিংকালে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, বিশালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী। এসময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।