ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে সড়ক মহাসড়কের মাটিবাহী ট্রাক অবাধে চলাচল করছে। যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সোমবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে মহাসড়কের উপজেলার মির্জাপুর আমবাগান এলাকায় মাটিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে লরীর চালক গুরুতর আহত হয়েছে। পালিয়ে গেছে মাটিবাহী ট্রাকের চালক ও হেলপার। হাইওয়ে পুলিশ মাটিবাহী ট্রাকটি আটক করে ফাঁড়িতে নিয়ে গেছে।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, সোমবার সকাল ৮টার দিকে শেরপুরগামী মাটিবাহী ট্রাক ও ঢাকাগামী লরীর (ঢাকা মেট্রো উ ১৪-৩৪১৩) মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে টাঙ্গাইলের গোপালপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৫) নামের লরী চালক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।