ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় রাশেদুল ইসলাম (৩৮) নামের এক পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বিডিআরপাড়া এলাকার মো. রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে কারারক্ষী হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, রাশেদুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে সিরাজগঞ্জ চাচ্ছিলেন। একইদিক গামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ আমরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।