গত ০৪/০৯/২০২২ইং দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উত্তরা আধুনিক হাসপাতালে সাংবাদিক তাসলিমা আক্তার সাথী ওরফে (কবিতা ) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন।
” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
মৃত্যু সময় তার বয়স হয়েছিলো ২৭ বছর—
তিনি বিএসকে এস কেন্দ্রীয় কমিটির সাবেক সম্মনয়কারী ছিলেন, এবং তিনি সরকারের রাজনৈতিক মিডিয়া সেল অপারেটরে কাজ করতেন এবং বিভিন্ন পত্র পত্রিকা,ও অনেক সেচ্ছা সেবী সংগঠনে জরিত ছিলেন।
আমরা তাহার আন্তার মাগফেরাত কামনা করি এবং তার পরিবারের সকলেরসাথে সমবেদনা জ্ঞাপন করছি ,সেই সাথে বিএসকে এস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সহকর্মী সাংবাদিক তাসলিমা আক্তার সাথী প্রতি গভীর শোক প্রকাশ করছি।
আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন— আমীন ।
বৃদ্রঃ—আজ দুপুর ১২ টার দিকে তার উত্তরা ১২ নং সেক্টরে প্রথম লেন উত্তরা পশ্চিম বড় মসজিদে তার জানাজা পড়ানো হবে— এবং তার এক মাত্র ছোট বোন ও মা ভারতের কলকাতা থাকেন। তাদের কে জানানো হলে তারা নিজেরা এসে তার জন্মস্থান খুলনা সোনাডাঙ্গী উপজেলাধীন তার বাবার কবরের পাশে তার শেষ সমাধী করার কথা রয়েছে।
আসুন আমরা আমাদের একজন সহকর্মী সাংবাদিক আজ আমাদের সবার মাঝ খানে থেকে চলে গেলেন ওপারে, তার জন্য মন থেকে দোয়া করি এবং তার উপর কেউ যদি কোন প্রকার তার কথায় কষ্টে পেয়ে থাকেন, তাহলে তাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর তার নিকট কেউ কোন টাকা পয়সা পেয়ে থাকেন, উপযুক্ত প্রমান সহ আনিলে তার ঋণ শোধ করিতে তার পরিবার মা, ও বোন, সেই সাথে তার একজন বড় ভাই হিসেবে সেই ঋণ শোধ করিতে বাধ্য থাকিব।
আল্লাহ্ তুমি বোন তাসলিমা আক্তার সাথী কে মাফ করে দিও— আমিন