বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

শ্যামনগরে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ৪ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৭১ বার পঠিত

এম, ডি মনজুরুল শ্যামনগর থেকে/ সাতক্ষীরা শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে অন্তত চারটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজারো চিংড়ি ঘের।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দূর্গাবাটিতে আগেই ভাঙন ধরা পাউবোর বেড়িবাঁধে নদীগর্ভে বিলীন হয়ে জোয়ারের তোড়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়।

এছাড়া শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফের জোয়ার শুরু হলে উপজেলার পশ্চিম পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, বুড়িগোয়ালিনীর আংশিকসহ কয়েকটি গ্রাম চোখের সামনেই প্লাবিত হয়। এছাড়া প্রায় সাড়ে ৩ হাজার বাগদা চিংড়ির ঘের লোনা পানিতে একাকার হয়ে গেছে।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দূর্গাবাটির জীর্ণশীণ বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। যা রাতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে। পাউবোর সাব ডিভিশনাল ইঞ্জিনিয়র মো. জাকির হোসেন জানান, ভাঙনকবলিত বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে বস্তা, দঁড়ি, বাঁশ, পেরেক সরবরাহ করা হয়েছে। তাছাড়া গতকাল ১৩০ ফুট এলাকায় ভাঙন দেখা দিলেও রাতে ১৫০-১৬০ ফুট নদীগর্ভে চলে গেছে। সেক্ষেত্রে ৫৫০ ফুট এলাকায় পাইলিং করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। দুপুরের জোয়ারে সেটি করা সম্ভব না হলেও আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিকালে পাইলিং এর কাজ শুরু করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991