আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে সদ্য যোগদানকৃত সমাজসেবা কর্মকর্তার অপসারনে দাবিতে অবস্থান কর্মসুচি
সাতক্ষীরার শ্যামনগরে সদ্য যোগদানকৃত উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানকে অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা।
উপজেলা সমাজসেবা অফিসের সামনে বুধবার দুপুরে তারা অবস্থান এ কর্মসুচি পালন করেন।
অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি জিএম মাসুম বিল্লাহ, মুহাইমিনুল ইসলাম তানভীর, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, এম আব্দুল্লাহ, ওমর ফারুক, জাকারিয়া, সাগর, ইমন ও নুরুল হুদা প্রমুখ।
জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চরদাহ গ্রামের বাসিন্দা শেখ আহম্মদ আলীর ছেলে সহিদুর রহমান। গত ২০০৫ সালে একটি প্রকল্পের অধীনে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে তিনি সমাজসেবা অধিদপ্তরে যোগদান করেন। পরবর্তীতে উচ্চ আদালতে মামলার সুত্র ধরে রাজস্বখাতে চাকুরী স্থানান্তরের পর স্থায়ীকরণসহ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। চাকুরী জীবনের শুরু থেকেই অদ্যবধি সহিদুর রহমান নিজ জেলা সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জসহ সাতক্ষীরা সদরের সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন জানান, বিষয়টি সমাধানের জন্য তিনি ৭ দিনের সময় চেয়েছেন।
এ প্রসঙ্গে সমাজসেবা অফিসার শহিদুর রহমান তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে আসলে এটা সত্য নয়।
আমি শ্যামনগরে যোগদান করছিনা, সেটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।