মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এস,ডি,বি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ,মেধাবী শিক্ষার্থীদের ক্রেষ্ট বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় এস,ডি,বি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের সভাপতি মোহঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং মনাকষা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মির্জা শাহাদাৎ হোসেন খুরম মিয়া,বিশেষ অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাঃ রুহুল আমিন , মোসাঃ ফোজিয়া খানম পারুল, মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, মোহাঃ আতাউর রহমান, মোহাঃ শফিকুল ইসলামসহ সকল শিক্ষক কর্মচারীবন্দ,শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোহাঃ সাগর আলী এবং অভিভাবকদের পক্ষে থেকে মোহাঃ সানাউল্লাহ, মোহাঃ দেলয়ার হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বিদায়ী শিক্ষার্থীদের বলেন,আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদের কে যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।এরপর এস,ডি,বি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীসহ সকলের সাফল্য কামনার জন্য দোয়া মোনাজাত করা হয়।