মো: ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদে পটুয়াখালীর- ৪ আসনে রেকর্ড ভোটে বিজয়ী জনপ্রিয় সংসদ সদস্য মহিববুর রহমান,বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য বুধবার (১০ জানুয়ারি) রাতে ফোন পেয়েছেন তিনি,এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন টেলিফোন করার বিষয়টি নিশ্চিত করেন।
নতুন মন্ত্রী/প্রতিমন্ত্রী গণ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন,শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদে ৩৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হচ্ছেন ১১ জন।। তিনি(পটুয়াখালী- ৪) আসন থেকে ৬০ হাজার ৮৫৬ ভোট পেয়ে বিপুল রেকর্ড ভোটের ব্যবধানে টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।