গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকা হতে বিশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২০কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে ১টি ট্রাকসহ গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার দুর্গাপুর থানার মৃত তাহের মোল্লার ছেলে মোঃ নাজমুল (৪৩) এবং একই জেলার বিলপুকুর থানার খলিলুর রহমানের ছেলে মমিন আলী(২৫)
পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এম এ মইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকা হতে ২মাদক ব্যবসায়ীকে ২০কেজি গাঁজা এবং ১টি ট্রাকসহ গ্রেপ্তার করা হয়। অবৈধ মাদক গাঁজা সম্পর্কে গ্রেফতারকৃত আসামিদয় জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা বিভিন্ন সময় কুমিল্লা থেকে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন