আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈর থেকে শ্রীপুরে সংগঠিত চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব-১ একটি দল বিশেষ অভিযান চালিয়ে আসামী নাজিম উদ্দিন মোল্লা (৪৫) কে গ্রেফতার করে। নাজিম উদ্দিন শ্রীপুরের বহেরারচালা এলাকার মৃত হাশিম মোল্লার ছেলে।
র্যাব জানায়, গত ৩ ডিসেম্বর সকালে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বহেরারচালা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে এক কিশোরীকে (১৩) নাজিম উদ্দিনসহ অজ্ঞাত তিনজন টেনে হেচড়ে সিএনজি গাড়ীতে করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে আটক করিয়া তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই ধর্ষণের ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার ১নং আসামী নাজিম উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে তারা।
আসামী নাজিম কিশোরীকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানী কমান্ডার জুন্নুরাইন বিন আলম। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসামীকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।