শামীম আল মামুন স্টাফ রিপোর্টার: শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান (৮ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে গাজীপুরের শ্রীপুরে ২নং গাজীপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন শিক্ষার্থীরা ।
সরেজমিনে দেখা যায়,হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে নিজমাওনা এলাকার চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেছেন । তারা বিভিন্ন পয়েন্টে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েক শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। Kamrul Hasan বলেন,তোমরাই পারবে । Nazrul Islam বলেন, হৃদয় নিংড়ানো ভালো বাসা। Faruk Ahmed বলেন, ২নং গাজীপুর ইউনিয়নের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই এত ভালো উদ্যোগ নিয়ে কাজ করার জন্য তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ এগিয়ে যাও দোয়া রইল । Shamim Shazid বলেন নিঃসন্দেহে এটা একটি ভালো উদ্যোগ। তবে অল্প কাজ করে ছেড়ে দিলে হবে না। ৯ নং ওয়ার্ড’র প্রতিটা রাস্তায় এরকম ভাবে সবার সহযোগিতা থাকলে খুবই ভালো হবে। মাহবুব মামুন বলেন, এগিয়ে চলুক দেশ উন্নয়নে ছাত্র সমাজের সুন্দর উদ্যোগ । Mahabub Lovelu বলেন,এমন ভালো কাজ যেন সবসময় করা হয়,এতে মানুষের ভালোবাসা ও দোয়া পাবে, ধন্যবাদ,,,,, Fahim Faysal বলেন, গ্রামের প্রধান জায়গায় করা শেষ হলে ভিতরের দিকেও করেবেন। টানা ১ সপ্তাহ মাঠে থাকেন। তবেই গ্রামের পরিবেশ সুন্দর হবে । Abdul Monim বলেন, ছাত্র-জনতার অক্লান্ত পরিশ্রমে পরিচ্ছন্ন করা স্থান যেন পূণরায় অপরিচ্ছন্ন না হয় তা সবাইকে নিশ্চিত করতে হবে…Ruhul Amin বলেন, এটি একটি ভালো উদ্যোগ । কেউ পানি এনে দিচ্ছেন তাদেরকে, কেউবা আইসক্রিম সিঙ্গারা পুরী ইত্যাদি ।
এ সময় শিক্ষার্থীরা জানান, পরিচ্ছন্ন কাজে অংশ নিয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট স্থানে ফেলছি। আমরা এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে অন্যকে উৎসাহ প্রদান করে যেতেই আমদের এই প্রয়াস।সেই সাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি ।