আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধ :
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিন্দাবন এলাকায় উত্তর পেলাইদ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোঃ ফয়সাল (২৪) নামে ছাতির বাজার ডিবিএল গ্রার্মেন্টসের শ্রমিক মারা গেছে, তার সাথে থাকা অপর একজন কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামের মোঃ ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ কবির হোসেন (২৮) গুরুতর আহত হয়েছে। আহত কবির হোসেন মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছে।
৯ জুন শুক্রবার জুমআর নামাজের পর দুপুরের খাবার খেয়ে নিহত মোটরসাইকেল চালক ফয়সাল ও তার সাথে থাকা কবির হোসেন মোটরসাইকেল যোগে ছাতির বাজার ডিবিএল অফিসের উদ্দেশ্যে যাওয়ার সময় বিন্দাবন এলাকায় ছাতির বাজার টু টেংরা সড়কে প্রাইভেকারের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে বলে জানান নিহতের স্বজনরা।
নিহত ফয়সাল দীর্ঘদিন ধরে ছাতির বাজার ডিবিএল গার্মেন্টসে চাকুরী করে আসছিলেন পাশাপাশি শ্রীপুর একটি কলেজে পড়াশোনা করছিলো। ফয়সালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।ফয়সাল এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলো, সে সবসময় খেলার সঙ্গে যুক্ত থাকতো। ফয়সাল শিমুলতলা ছাত্র ঐক্য সংঘের একজন সদস্য হিসেবে ক্লাবের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতো।
শ্রীপুর থানার এস আই কবির হোসেন বলেন পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে, ঘাতট প্রাইভেটকারটি শনাক্ত করা যায়নি।