বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার (ওসি) কংকন কুমার বিশ্বাসের সফলতা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১২০ বার পঠিত

শেখ মোঃ হুমায়ুন কবির সিনিয়র স্টাফ রিপোর্টার:  গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস ওসি হিসেবে যোগদান করার পর থেকে, মাওনা চৌরাস্তায় ফিরে এসেছে শৃঙ্খলা, জয়না বাজার হতে বভবানীপুর পর্যন্ত। ঢাকা ময়মনসিংহ মহা সড়কে নেই কোন জ্যাম, দুর পাল্লার গাড়ী গুলো চলছে, যেন শান্তি ফিরে পেলো এই মহা সড়ক।

আগে কোনো কোনো সময়ে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো এই মহাসড়কে। তবে এই সফলতার কারন, মাওনা হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস ও তার অধীনাস্থ সকল পুলিশ সদস্যের দায়িত্বশীল ডিউটির কারণে। যানা যায় এমন কর্মকান্ডে খুশি সাধারণ মানুষ তারা ফিরে পেলেন এক শান্তশিষ্ঠ মহাসড়ক, যেখানে নেই কোন অবৈধ অটো, নেই কোন সিএনজি, নেই কোন ইজিবাইক, দুর্ঘটনা এরাতে দিবারাত্রি ডিউটি করে যাচ্ছে, মানবিক (ওসি) কংকন কুমার বিশ্বাস। মাওনা হাইওয়ে থানা’র গুরুত্বপূর্ণ পরিবহন মামলার রহস্য উদ্ঘাটন ও পরিবহনের সার্বিক আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানে ভূমিকা রেখে যাচ্ছেন। মাওনা হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস। তিনি, চলাফেরা করেন খুব সাদামাঠা ভাবে।

গরীব দুঃখি সবার জন্য সর্বদা দরজা খোলা রেখেছেন এই মানবিক অফিসার, তাঁর সাথে দেখা করতে কারোর অনুমতি লাগে না। উচ্চ শিক্ষিত ও রাজনৈতিক বড় নেতার ফোন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি, মাওনা হাইওয়ে থানা’য় সেবা নিতে আশা সাধারণ মানুষ ও তার ফোন তেমন গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, অতীতে এই থানায় কে কি করেছে মানুষ কতটুকু সেবা পেয়েছে সেটা আমি বলতে চাই না, আমি কতটুকু সেবা মানুষকে দিতে পারেছি এবং কতোটা সেবা পারবো সেটাই মুল বিষয়।

তিনি আরো বলেন, মানুষকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। এই থানা’র সকল পুলিশ সদস্যকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, অবৈধ স্থাপনা অভিলম্ব প্রত্যাহার করতে হবে, মানুষকে সেবা থেকে বঞ্চিত করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা মানুষকে সেবা দিতে এসেছি, হয়রানি করতে নয়। সাধারণ মানুষ বলছে, জয়না বাজার হতে ভবানীপুর পর্যন্ত নেই কোন জ্যাম সাধারন মানুষ বলছে, (ওসি) কংকন কুমার বিশ্বাস। বেআইনি ভাবে কাউকে ছাড় দেনন। তিনি হউক না সে নেতা, হউক না অন্য কেউ, আমাদের দেশের প্রতিটা হাইওয়ে থানা,য় যদি (ওসি) কংকন কুমার বিশ্বাসের মতো দায়িত্ববান (ওসি) থাকেন তাহলে থাকবে না কোন জ্যাম, হবে না কোন দুর্ঘটনা ফিরে আসবে শান্তি দেশের প্রতিটি সড়ক প্রতিটা বিভাগে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..

তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন। মোঃ জিহাদ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে ‘তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন’। নতুন এ কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক জাতীয় (দ্যা ইনভেস্ট) পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি আলহাজ্ব সাইদুর রহমান রিপন এবং সাধারণ সম্পাদক (দৈনিক দক্ষিনাঞ্চল) পত্রিকার স্টাফ রিপোর্টার ফুয়াদ মুজাহিদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন (দৈনিক সত্য সংবাদ) পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ইলিয়াস রনি। মোট ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- (সহ-সভাপতি) দৈনিক আজকাল পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি এম এ হান্নান , (সহ-সভাপতি) বাংলাদেশ বানী পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম,(সহ সভাপতি ) দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকা স্টাফ রিপোর্টার আমিনুল আহাদ তৌহিদ, (যুগ্ম সাধারণ সম্পাদক) দেশ চ্যানেল ও দৈনিক বাংলার প্রতিচ্ছবি তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি সুলাইমান পোদ্দার, (যুগ্ম সম্পাদক)দৈনিক সংগ্রাম পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি লোকমান হোসেন, (যুগ্ম সম্পাদক) দৈনিক আজকের বরিশাল তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি নুরে আলম, (সহ সাংগঠনি) দৈনিক কলমের কন্ঠ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি নাঈম, (সহ সাংগঠনিক) দৈনিক বরিশালের ক্রাইম তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মজিরুদ্দিন রায়হান, (কোষাধ্যক্ষ) বিডি নিউজ ৯৯৯ ভোলা জেলা প্রতিনিধি, ফরহাদ হোসেন ( দপ্তর সম্পাদক) দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, (ক্রিয়া সম্পাদক)দৈনিক দেশ বুলেটিন তজুমদ্দিন উপজেলা বিশেষ প্রতিনিধি রাকিবুল ইসলাম, (প্রচার সম্পাদক) দৈনিক ভোলার কাগজ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি হাসনাইন, (নির্বাহী সদস্য) দেশ দেশান্তর তজুমদ্দিন প্রতিনিধি মনির খান,(নির্বাহী সদস্য) বাংলাদেশ সংবাদ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, (সদস্য) ভোরের বাংলা প্রতিদিন নিশাত খান মিরাজ, (সদস্য) দৈনিক দিনের আলো প্রতিদিন নুরনবী রাসেল, (সদস্য) রংধনু নিউজ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি জিহাদ, (সদস্য) প্রথম বাংলা প্রতিদিন মমিন উদ্দিন, (সদস্য) জাতীয় দৈনিক মাতৃজগত প্রতিকার প্রতিনিধি জিহাদ , (সদস্য)দৈনিক ভোলার বানী তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি জুবায়ের হোসেন। সংগঠনটি ৩ রা জানুয়ারি শুক্রবার নতুন কমিটির সদস্যদের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। নবগঠিত কমিটির সভাপতি সাইদুর রহমান রিপন বলেন, তজুমদ্দিন উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ‘তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন’ গঠন করা হয়েছে। এই সংগঠন তজুমদ্দিনে নির্ভীক ও পরিশ্রমী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে এক সাথে কাজ করবে। সাংবাদিক ইউনিয়ন হয়ে উঠবে জাতির আস্থার প্রতিক

এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991