শেখ মোঃ হুমায়ুন কবির সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস ওসি হিসেবে যোগদান করার পর থেকে, মাওনা চৌরাস্তায় ফিরে এসেছে শৃঙ্খলা, জয়না বাজার হতে বভবানীপুর পর্যন্ত। ঢাকা ময়মনসিংহ মহা সড়কে নেই কোন জ্যাম, দুর পাল্লার গাড়ী গুলো চলছে, যেন শান্তি ফিরে পেলো এই মহা সড়ক।
আগে কোনো কোনো সময়ে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো এই মহাসড়কে। তবে এই সফলতার কারন, মাওনা হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস ও তার অধীনাস্থ সকল পুলিশ সদস্যের দায়িত্বশীল ডিউটির কারণে। যানা যায় এমন কর্মকান্ডে খুশি সাধারণ মানুষ তারা ফিরে পেলেন এক শান্তশিষ্ঠ মহাসড়ক, যেখানে নেই কোন অবৈধ অটো, নেই কোন সিএনজি, নেই কোন ইজিবাইক, দুর্ঘটনা এরাতে দিবারাত্রি ডিউটি করে যাচ্ছে, মানবিক (ওসি) কংকন কুমার বিশ্বাস। মাওনা হাইওয়ে থানা’র গুরুত্বপূর্ণ পরিবহন মামলার রহস্য উদ্ঘাটন ও পরিবহনের সার্বিক আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানে ভূমিকা রেখে যাচ্ছেন। মাওনা হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস। তিনি, চলাফেরা করেন খুব সাদামাঠা ভাবে।
গরীব দুঃখি সবার জন্য সর্বদা দরজা খোলা রেখেছেন এই মানবিক অফিসার, তাঁর সাথে দেখা করতে কারোর অনুমতি লাগে না। উচ্চ শিক্ষিত ও রাজনৈতিক বড় নেতার ফোন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি, মাওনা হাইওয়ে থানা’য় সেবা নিতে আশা সাধারণ মানুষ ও তার ফোন তেমন গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, অতীতে এই থানায় কে কি করেছে মানুষ কতটুকু সেবা পেয়েছে সেটা আমি বলতে চাই না, আমি কতটুকু সেবা মানুষকে দিতে পারেছি এবং কতোটা সেবা পারবো সেটাই মুল বিষয়।
তিনি আরো বলেন, মানুষকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। এই থানা’র সকল পুলিশ সদস্যকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, অবৈধ স্থাপনা অভিলম্ব প্রত্যাহার করতে হবে, মানুষকে সেবা থেকে বঞ্চিত করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা মানুষকে সেবা দিতে এসেছি, হয়রানি করতে নয়। সাধারণ মানুষ বলছে, জয়না বাজার হতে ভবানীপুর পর্যন্ত নেই কোন জ্যাম সাধারন মানুষ বলছে, (ওসি) কংকন কুমার বিশ্বাস। বেআইনি ভাবে কাউকে ছাড় দেনন। তিনি হউক না সে নেতা, হউক না অন্য কেউ, আমাদের দেশের প্রতিটা হাইওয়ে থানা,য় যদি (ওসি) কংকন কুমার বিশ্বাসের মতো দায়িত্ববান (ওসি) থাকেন তাহলে থাকবে না কোন জ্যাম, হবে না কোন দুর্ঘটনা ফিরে আসবে শান্তি দেশের প্রতিটি সড়ক প্রতিটা বিভাগে।