শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় মাহিয়া আক্তার (৯)নামের একটি শিশু নিহত হয়েছে।এ ঘটনায় আরও পাঁচ জন আহত।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল আটটায় উপজেলার মাওনা - বরমী আঞ্চলিক সড়কে পল্লী বিদ্যুৎ মোড়ের পিছনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিয়া আক্তার ময়মনসিংহের পাগলা থানার আমিনুল ইসলামের মেয়ে। সে শ্যারস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।আহত সকলেই গ্রীন স্মার্ট গার্মেন্টসের শ্রমিক।
নিহতের মামা শারফুল বলেন, সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিক্ষা দেওয়ার উদ্দেশ্য থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় পল্লী বিদ্যুৎ মোড়ে থেকে টেপিরবাড়িগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়।এতে গুরুতর আহত হয় সে।স্বজন ও স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘাতক অটো রিক্সা জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনের পদক্ষেপ নেওয়া হবে।