শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারের ক্ষুদ্র পান সুপারী জর্দা বিক্রেতা ইসমাইল এর দোকানে বৈদ্যুতিক আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। দোকানের সামনে চলে আসেন ইসমাইল। দেখতে পান, আগুন জ্বলছে তার দোকানে। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
(৮’ই ফেব্রুয়ারি ২০২৪) বৃহস্পতিবার দিবাগত রাত ১১:টা ৩০:ঘটিকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইসমাইল হোসেন বলেন, ‘আগুনে আমার দোকান পুড়ে গেছে। আমার স্বপ্ন শেষ।’ তিনি জানান, , দুই দিন আগে তিনি এক লাখ টাকার মালামাল তুলেছেন। কিন্তু আগুন তাঁর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
দোকানের সব মাল কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাবসা করেন।বাজারের ব্যবসায়ীরা বলেন, হতদরিদ্র ইসমাইল এর দোকান আগুনে পুড়ে গেছে। সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। এখন ছেলেটা কী করবে সাড়ে ১০ টার পর দোকান বন্ধ করে বাসায় যান ক্ষুদ্র ব্যাবসায়ী ইসমাইল ১১:টা ৩০:ঘটিকায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন আগুন জ্বলছে স্থানীয় সেচ্ছাসেবী ইয়াছিন আহমেদ রানা সহ স্থানীয়দের সহায়তায় আগুন নেভান। বলেন, দোকান বন্ধ করে, ক্যাশে ২০ হাজার টাকা রেখে বাসায় যান। ব্যাংক থেকে ঋন তোলে দোকানে মাল তুলেছিলেন অন্তত এক লাখ টাকার। সরেজমিনে গিয়ে দেখা যায় ইসমাঈল এর দাদা পুড়ে যাওয়া দোকান থেকে খুঁজে খুঁজে ভালো কিছু পাওয়া যায় কিনা সেটিই দেখছেন পুড়া টাকাও সংগ্রহ করছেন।ক্ষতিগ্রস্থ দোকানী ইসমাইল সরকারি সহায়তা ও মানবিক মনের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেন তাকে যেন দোকানটি চালু করার সহায়তা করে। তিনি আরও বলেন দোকানটি চালু না করতে পারলে পরিবার নিয়ে পথে বসতে হবে।