শামীম আল মামুন,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৬১ পরিবারকে নগদ চার হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার ১৯ অক্টোবর বিকালে মাওনা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এই অর্থ তুলে দেন শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান।এসময় ৬১ টি পরিবারের হাতে চার হাজার টাকা করে মোট ২লাখ চুয়াল্লিশ হাজার টাকা তুলে দেন।
নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি এ,গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল হক মাতবর, মাওনা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য হাফেজ মোহাম্মদ শামীম আহম্মেদ মৃধা, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজিম উদ্দিন ভূঁইয়া, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম খান কাশেম, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবুল কাশেম প্রমুখ।
এসময় নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবাররা বলেন, অগ্নিকাণ্ডে আমাদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।এই মানবিক সহায়তা নগদ টাকা পেয়ে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো।
এসময় বিশেষ অতিথি বলেন ,সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৬১টি পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ৪ হাজার টাকা করে ২ লক্ষ ৪৪ হাজার টাকা বিতরণ করা হয়।তাছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা,শিল্প কারখানা ও স্থানীয়দের সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য,গত ১৩ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া গ্রামের নুরুল হক হক্কে খানের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় অগ্নিকাণ্ড ৬১টি বসন্তর আগুনে বশীভূত হয়।