শামীম আল মামুন স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে ইউএনডিপির প্রতিনিধি দল গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শিন করেছেন।
সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ৪ নং তেলিহাটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ৩য় দফার মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ইউএনডিপির প্রজেক্ট এনালাইসিষ্ট মোঃ শাহাদাৎ হোসেন,গাজীপুর গ্রাম আদালতের ব্যবস্হাপক সামিনা ইয়াসমিন।
গ্রাম আদালত পরিদর্শনকালে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল বাতেন সরকার,ইউপি সদস্যগণ, পরিষদের সচিব,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় করেছেন।
এ সময় এক প্রশ্নের উত্তরে ইউএনডিপির প্রজেক্ট এনালাইসিষ্ঠ শাহাদাৎ হোসেন জানান,গ্রামাঞ্চলের সাধারণ মানুষের ন্যায্য বিচার পাইয়ে দিতে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম জোরদার করে, সাধারণ মানুষের ন্যায় বিচার পেতে সহায়তা করা হচ্ছে।