মো: রতন সরকার স্টাফ রিপোর্টারঃ আজ ৪ সেপ্টেম্বর রোজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীপুর টু বরামা চৌরাস্তা সড়কের গারারন এলাকায় আরবেলা ফ্যাশন লিঃমিঃ এর সামনে এ ঘটনা ঘটে।
মৃত মোছাঃ সুমাইয়া আক্তার (বয়স -৫) সে গাড়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
উপস্থিত লোকজন ও নিহত শিশুর সজনরা জানান, সে আজ সকাল সাড়ে ১১ টার দিকে স্কুল থেকে বাড়ির পথে রওয়ানা দেয় সময়, শ্রীপুর টু বরামা চৌরাস্ত সড়কের আরবেলা ফ্যাশনের সামনে এসে পৌঁছলে পেছন থেকে একটি কুকুর তাড়া করে। এতে ভয়ে সে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয় সুমাইয়া। এসময় একটি অটোরিকশা তার নিয়ন্ত্রণ হারিয়ে সুমাইয়াকে চাপা দেয়। এতে করে সুমাইয়া ডান পাশের হাত এবারেই পিসে যাই।
এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পথেই প্রাণ হারায় সুমাইয়া আক্তার।
শ্রীপুর থানার এস আই , খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যান। এবং সেই অটো চালক কেউ পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।