শেখ মোঃ হুমায়ুন, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর, বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১১ পেরিয়ে ১২বর্ষে পর্দাপণ উপলক্ষে কেক কাটা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৮’ই জানুয়ারি ২০২৪) বৃহস্পতিবার দুপুরের দিকে শ্রীপুর উপজেলার ডাক বাংলোতে এ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন হয়।
এশিয়ান টিভির শ্রীপুর উপজেলা প্রতিনিধি কবির সরকারের সভাপতিত্বে ও গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ এডঃ শামসুল আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর মডেল থানা’র অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ জামান, শ্রীপুর রহমত আলী সরকারি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি আহসান উল্লাহ্। এসময় গাজীপুর ও শ্রীপুর কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।