শামীম আল মামুন,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের বহুতল ভবনের একটি কক্ষ থেকে সাব্বির (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা কলাবাগান এলাকায় ফজলুল হকের একটি বহুত ভবন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাব্বির ঝালকাঠি জেলার রাজাপুর থানার হাঙ্গারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
নিহতের বড় ভাই ইমরান হোসেন জানান,আমি মাওনা চৌরাস্তায় এপেক্সের একটি শোরুমে চাকরি করি। আমার ভাই মাদকাসক্ত থাকার কারনে গ্রাম থেকে আমার এখানে নিয়ে এসেছিলাম গত দেড় মাস যাবৎ এখানেই থাকে।আজ সকাল ৯ টার সময় আমার কাছ থেকে রুমের চাবি নিয়ে এসেছে বাসায় ঘুমাবে বলে।সাড়ে ১১টার দিকে আমি রুমে আসলে দরজা বন্ধ পাই। অনেক ডাকাডাকি করার পর ভেতর থেকে দরজা না খুললে আমি সজোরে ধাক্কা দিলে দরজা খুলে যায়।তখন আমার ভাইকে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।কি কারনে আত্মহত্যা করেছে তা আমাদের জানা নেই।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনী ব্যাবস্থা নেয়া হবে।