গাজীপুরের শ্রীপুরে গজারি বনে গাছের মাথা থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আরিফ হোসেন (৪০)। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গভীর গজারি বনের ভেতর একটু উঁচু গজারি গাছের মাথা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি আরিফ হোসেন উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের দড়িখোঁজেখানী গ্রামের সেকান্দর সিকদারের ছেলে। তিনি উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে থাকতেন। পেশায় তিনি একজন দিনমজুর।
নিহতের স্ত্রী সুমি আক্তার জানান, তাঁর স্বামী গত বুধবার বিকেলে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর ঢাকায় পৌঁছে ফোন করার কথা ছিল তাঁর। কিন্তু রাত সাড়ে ১০টার পর তাঁর মোবাইল কল করলে বন্ধ পান। আজ দুপুরের দিকে বাড়ির অদূরে মরদেহ ঝুলে থাকার কথা শুনে দেখতে গিয়ে স্বামীকে দেখতে পান। অভাব অনটনের সংসারে মাঝে মধ্যে পারিবারিক কলহ হতো বলে জানান তিনি।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. কবির হোসেন বলেন, ‘গভীর গজারি বনের ভেতর একজনের ঝুলন্ত মরদেহ গজারি গাছের মাথায় ঝুলতে দেখে স্থানীয়রা আমাকে জানিয়েছে। পরবর্তী সঙ্গে সঙ্গে বিষয়টি আমি থানা-পুলিশকে অবহিত করেছি। এখন পুলিশ ঘটনাস্থলে আসেনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গভীর গজারি বনের ভেতর ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।