শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃগাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক খুটির তারের সঙ্গে গলায় ফাঁস দিয়ে কাইয়ুম মিয়া(১৬)নামে এক কিশোর আত্মহত্যা করেছেন।
শনিবার (২৩সেপ্টেম্বর) বিকাল চারটায় দিকে উপজেলার কেওয়া বাজারে পশ্চিম পাশে কলম্বিয়া কারখানার ফ্যাক্টরির ভিতরে এ ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম নেত্রকোনার বারহাট্টার তিলসিন্দুর এলাকার মো. মতিউর রহমান এর ছেলে।তিনি স্থানীয় বিল্লালের ভাড়াটিয়া ছিলেন ।
পুলিশ সূত্রে জানা গেছে,কাইয়ুম বিভিন্ন সময় নেশা করত। সেই বিষয়ে তার পরিবার শাসন করার কারণে সবার অজান্তে বৈদ্যুতিক খুটির তারের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।