রতন, গাজীপুর জেলা ব্যুরো প্রধানঃ
দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা আর একে সিরামিক্স থেকে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি কার্পেটিংয়ের মধ্য দিয়ে পাঁকা করনের কাজ শেষ করল এল জি আরডি মন্ত্রনালয় ।
দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল রাস্তাটি ।ভোগান্তিতে ছিল রাস্তা ব্যবহারকারী প্রায় ১৫ থেকে ২০ হাজার জনতা। জন ভোগান্তি দূরীকরণের লক্ষে গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজের সহযোগীতায় “২১ শের শেষের দিকে শুরু হয় রাস্তাটির মেরামতের কাজ । আর এ কে সিরামিক্স থেকে শুরু করে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় বারোশ মিটার ওই রাস্তা মেরামত করতে প্রায় ৯২ লক্ষ টাকা খরচা হয়েছে বলে জানান এলজিআরডি মন্ত্রনালয় । রাস্তাটি পুর্বেও কার্পেটিং করা হলেও অসাধু মাটি ব্যাবসায়ীদের ড্রাম ট্রাক চলাচলের কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয় ।রাস্তা মেরামত হলেও কতদিন তা ঠিক থাকবে তা নিয়ে সংসয় তাদের মনে। মাটি ব্যাবসায়ীদের ড্রাম ট্রাক চলাচল বন্ধ না করা গেলে পিচ রাস্তা কতদিন ঠিক রাখা যাবে সেই প্রশ্ন রয়েই যাচ্ছে।
রতন