শেখ মোঃ হুমায়ুন কবির: শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাশঁবাড়ী গ্রামের মোঃ নাসিরের ছেলে মোঃ ইসরাফিল (২৪) কে চোর সন্দেহে অমানবিক নির্যাতনের, শরীলে গরম চা ঢেকে হত্যা করা হয়েছে।
(২৬’শে সেপ্টেম্বর ২০২৪) বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন ইসরাফিলের মৃত্যু হয়।
নিহত ইসরাফিল’কে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের নিজ বাড়ী থেকে ডেকে নিয়ে তার হাত-পা বেঁধে স্কুলমাঠে চার ঘণ্টা নির্যাতন করা হয়।
গত (১৩’ই সেপ্টেম্বর ২০২৪) শুক্রবার সকাল ৮:টার দিকে স্থানীয় সোহাগ ও তার সঙ্গে থাকা ৫-৬ জন, ইসরাফিল’কে তাঁর বাড়ী থেকে ডেকে নিয়ে। বাঁশবাড়ি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। নির্যাতনকারীরা থেমে থেমে ৪ ঘণ্টা ধরে অমানবিক নির্যাতন করে।
স্থানীয়রা জানান, গ্রামের মসজিদের ব্যাটারি চুরির অপবাদে সকালে তাকে ঘুম থেকে ডেকে নেয় কয়েকজন যুবক। স্কুল মাঠে নিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন করা হয় তাকে। নির্যাতনকারীরা গরম চা খেয়ে তার শরীলে ঢেলে দিয়ে উল্লাস করে।
নিহতের নানি মহরজান মমতাজ বলেন, আমার নাতি পানি খাইতে চাইছিল কিন্তূ নির্যাতনকারীরা আমার নাতি’কে পানি দেয়নি, তার শরীলে গরম চা ঢেলে দিয়ে ঝলসে দেয়। লাঠি, রড দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেয়, আমি আমার নাতি’র হত্যাকারীদের বিচার চাই।
নিহতের চাচা আঃ রহিম জানান, খবর পেয়ে তিনি স্কুল মাঠে গিয়ে দেখি ইসরাফিল’কে নির্যাতন করা হচ্ছে। ইসরাফিল পানি চাইলেও তাকে পানি দেওয়া হয়নি এমনকি তাঁর শরীলে গরম চা ঢেলে ঝলসে দেয় এতে তাঁর পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত ফুসকা পড়ে যায়, আমি আমার ভাতিজা’র নির্যাতনকারীদের কঠিক বিচারের দাবি করছি।
নিহতের দাদি বলেন, খবর পেয়ে স্কুলের মাঠে গিয়ে দেখি সে দলা মলা হয়ে পড়ে আছে। আট-দশ জনে পালাক্রমে আমার নাতি’কে পিটাচ্ছে। আমরা তাকে উদ্ধার করতে পারিনি। চারপাশে অনেক লোক ছিল কিন্তূ কেউ আমার নাতি’কে রক্ষা করতে পারেনি। চার ঘণ্টা পিটিয়ে তাকে ফেলে রাখে, আমার নাতি’কে যারা অমানবিক নির্যাতন করেছে আমি তাদের বিচার চাই।
নিহতের বাবা মোঃ নাসির, অভিযোগ করে বলেন, আমার ছেলে সারাদিন রাজমিস্ত্রি’র কাজ করে এসে খাওয়া দাওয়া করে সারারাত ঘুমিয়ে ছিলো, সকালে স্থানীয় সোহাগ ও তার সঙ্গে থাকা ৫-৬ জন, ইসরাফিল’কে ঘুম উঠিয়ে চোরের অপবাদ দেয় এর পর নির্যাতনকারীরা এসে আমার ছেলে’কে ডেকে নিয়ে স্কুল মাঠে নির্যাতন করে, এমন অমানবিক নির্যাতনের কঠিন থেকে কঠিন বিচার চাই, এমন বিচার করা হোক যে বিচার দেখে, আর কেউ এমন অমানুষিক নির্যাতন করার সাহস করতে না পারে। নিহতের বাবা মোঃ নাসির, অভিযোগ করে বলেন, এ বিষয়ে গত (১৬’ই সেপ্টেম্বর ২০২৪) সোমবার দুপুরে শ্রীপুর মডেল থানা’য় লিখিত অভিযোগ দেন। পুলিশ এ আমার অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাক আহমেদ জানান, ইসরাফিল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
চোর সন্দেহে মোঃ ইসরাফিল (২৪) কে পিটিয়ে ও গরম পানি ঢেকে হত্যার ঘটনায়।
(২৭’শে সেপ্টেম্বর ২০২৪) শুক্রবার, বিএনপি’র নেতাসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে থানা’য় মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। তিনি বলেন, চোর সন্দেহে মোঃ ইসরাফিল (২৪)কে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি’র নেতাসহ ৭ জনের নাম উল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাতনামা করে থানা’য় মামলা দায়ের করা হয়েছে।
যাদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন, বিএনপি’র নেতা উপজেলার গাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল হাসান লিটন (৫০), একই গ্রামের বাবুল মন্ডল (৪৫), শফিকুল ইসলাম (৩২), মোঃ জলিল (৬৫), তাঁর ছেলে সোহাগ (৪০), ইউসুফ (৪০) ও ছাত্তারসহ অজ্ঞাতনামা ১০-১২জনের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।