রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
ঘোষনা
শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর প্রেসক্লাবে শ্রদ্ধা  বিআরটিএ’র ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ্ এর সাথে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন ( Trub ) কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগ ফিরবে মন্তব্য করায় ইউএনও প্রত্যাহার সাতক্ষীরায় চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ৫৯ বিজিবির অভিযানে শিয়ালমারা সীমান্তে ৩৯৪ বোতল ফেন্সিডিল আটক  এন এসআই নাজমুল কর্মকর্তা সাংবাদিককে ভয় ও হুমকি প্রদানের সংবাদ সম্মেলন একই সাথে তিন পদে ‘অবৈধ’ দায়িত্বে জাল সনদধারী শিক্ষক হাসিবুর বিশিষ্ট সাংবাদিক মরহুম মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক 

শ্রীপুরে, জনপ্রতিনিধিদের সাথে গাজীপুর ৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি’র মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে সংরক্ষিত নারী আসনের সংসদ,কেন্দ্রীয় কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক,গাজীপুর-৩ আসন থেকে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও প্রয়াত নেতা-মন্ত্রী এড.রহমত আলীর কন্যা অধ্যাপক রুমানা আলী টুসি।

(৯’ই ডিসেম্বর ২০২৩) শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের সী-গাল পার্কে
আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী রুমানা আলী টুসি এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র, জেলা পরিষদ সদস্য, ৫ জন ইউপি চেয়ারম্যান, ১২৬ জন পৌর ও ইউপির জনপ্রতিনিধিসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, শ্রীপুরের তৃণমুলের নেতা বলতে রহমত আলীর পরিবারকেই সবাই জানে ও চিনেন। সেই পরিবারের সন্তান অধ্যাপক রুমানা আলী টুসি। তিনি আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ায় তৃনমূল নেতা-কর্মীরা খুবই খুশি এবং টুসি বিপুল ভোটে জয়ী হবে এটা তাদের বিশ্বাস।

তারা আরও বলেন, গাজীপুর-৩ আসন একটি গুরুত্বপূর্ণ।এই আসনে একজন যোগ্য লোককেই মনোনয়ন দেওয়া হয়েছে ।এসময় জনপ্রতিনিধিরা রুমানা আলী কে বিজয়ী করতে সবাই ঐক্য বন্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে হারিয়ে শেখ হাসিনাকে এই আসন উপহার দিবেন।যে সকল আওয়ামীলীগের নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করছেন তাদের হুশিয়ারী দিয়ে বলেন মাঠে নামলে জনগণ আপনাদের ছাড় দিবে না। আওয়ামী লীগ পরিচয় দিবেন আর শেখ হাসিনা সিদ্ধান্ত ও নৌকা বিরুদ্ধীতা করবেন তা হবে না।

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম খোকন এর সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. আব্দুস ছাত্তার মোল্লা এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন রুমানা আলী টুসি।

এ সময় রুমানা আলী টুসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। তাই প্রধানমন্ত্রী সম্মান রক্ষাতে সকল নেতাকর্মীদের ঐক্যবন্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে এই আসনে বিজয় হয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। তার সফল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর অন্যদিকে স্বাধীনতার পরাজিত শক্তিরা নির্বাচনকে বানচাল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আবারও নির্বাচনে বিজয় হবো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আনতেই হবে। খুব খুব প্রয়োজন শুধু দেশের জন্য নয় সারা বিশ্বের জন্য প্রয়োজন। উনি আমাদের দেশের নেত্রী নয় উনি এখন সারা বিশ্বের নেত্রী। তিনি সকল জনপ্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভোট প্রার্থনা করার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওনা ইউপি সদস্য হাফেজ মো. শামীম মৃদা।

এ সময় আরও উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.জামিল হাসান দূর্জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিসুর রহমান আনিস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জলিল, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জেড আই জালাল, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাতাবর, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.আব্দুল আজিজ, পিরুজলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ, জেলা পরিষদের নারী সদস্য মাহমুদা ইয়ামিন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন।
গাজীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শওকতুল ইসলাম মন্ডল।
জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিরাজ দুলাল,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার আবুল, জেলা যুবলীগের সদস্য কামরুল ইসলাম মণ্ডল, কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাস্টার, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী যুবলীগের সাধারণ পদপ্রার্থী মোঃ জাহিদুল আলম রবিন প্রমুখ, গাজীপুর জেলা আওয়ামী নবীন লীগের সাধারণ সম্পাদক রিফাত মন্ডল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991