শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

শ্রীপুরে ডাকাতির মালামাল সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ বার পঠিত
মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর থানাধীন বারতোপা সাকিনস্থ রাফিয়া এ্যাপারেলস লিমিটেড নামে ফ্যাক্টরীতে দস্যুতা সংগঠনের আসামী গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা করিয়া -২৫/০২/২০২৩ তারিখ রাত ১২:৩০ ঘটিকার সময় ১নং আসামী সাদ্দাম হোসেন কে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিয়াখোলা মুড়ির মিল সংলগ্ন এলাকা হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদ করিয়া সূত্রে বর্ণিত মামলার ঘটনায় লুষ্ঠন কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১২-২৩১১ বলিয়া জানায়। ১নং আসামী সাদ্দাম হোসেন কে জিজ্ঞাসাবাদ করিয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্রীপুর থানায় কর্মরত এসআই মোহাম্মদ রৌশন আলী একই তারিখ ভোর অনুমান ০৬:১৫ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আশুলিয়া বাসষ্ট্যান্ড এলাকা হইতে উল্লেখিত ২নং আসামী মোঃ ইয়াছিন (৩২) কে গ্রেফতার করিতে সক্ষম হন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করিয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সূত্রে বর্নিত মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আসামীদ্বয়কে সাথে নিয়া অভিযান পরিচালনা করিয়া ইং-১৫/০২/২০২৩ তারিখ চট্রগ্রাম জেলার সীতাকুন্ড থানা পুলিশের সহায়তায় সীতাকুন্ড থানাধীন চৌধূরীঘাটা শীতলপুর সাকিনস্থ মোঃ রাশেদ মোবারক (৪৫), পিতা-আব্দুর রউফ, সাং-সাদকপুর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা এর মালিকানাধীন এম,এস রিয়া ট্রেডার্স নামক প্রতিষ্ঠান (ডিপো) এর দখলীয় গোডাউন হইতে ইং-২৫/০২/২০২৩ তারিখ বিকাল অনুমান ৩:১৫ ঘটিকার সময় মামলার বাদীর ফ্যাক্টরী থেকে লুন্ঠিত মালামালের মধ্য হইতে ১। মোটা তামার তার ০৪ (চার) কয়েল, ওজন অনুমান ৬৯ কেজি, মূল্য অনুমান ৯৬,০০০/-টাকা, ২। তামার তার চিকন ১৪৭ (একশত সাতচল্লিশ) কেজি, মূল্য অনুমান ১,৪৭,০০০/-টাকা, ৩। ইলেক্ট্রিক তার মোট ২৬ (ছাব্বিশ) কয়েল, ওজন ২৩৮ কেজি, মূল্য অনুমান ২,৩৮,৮০০/-টাকা, ৪। ইলেক্ট্রিক তার ৬৭ বান্ডিল, ওজন ৬০৩ (ছয়শত তিন) কেজি, মূল্য অনুমান ৪,৮২,৪০০/-(চার লক্ষ বিরাশি হাজার চারশত) টাকা, ৫। ১২ (বার) ভোল্টের (আইপিএস এর) ব্যাটারী -০২ (দুই) টি, মূল্য অনুমান ৪০,০০০/-টাকা, ৬। ১২ (বার) ভোল্টের (জেনারেটর এর) ব্যাটারী -০১ (এক) টি, মূল্য অনুমান ২০,০০০/-টাকা, ৭। লোহার পাইপ-৩২ টি, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা, ৮। একটি মালামাল ক্রয়-বিক্রয়ের রেজিস্ট্রার খাতা। সর্বমোট ১০,৩৮,৪০০/-(দশ লক্ষ আটত্রিশ হাজার চারশত) টাকার মালামাল চোরাই উদ্ধার আলামত হিসেবে বিধি মোতাবেক জব্দ করেন। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শ্রীপুর থানায় কর্মরত এসআই মোহাম্মদ রৌশন আলী তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের সাহায্যে আসামীর অবস্থান শনাক্ত করেন আসামীদের কৌশলে গ্রেফতার করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991