বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

শ্রীপুরে তালাবদ্ধ ঘরে মিলল মা-ছেলের মরদেহ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

শেখ মোঃ হুমায়ুন কবির সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার এসিআই গেটের পিছনে নিজের বসতঘরেই মিলল রুবিনা আক্তার (২৫) ও তার ছেলে জিহাদ (০৫) এর লাশ।

পাঁচ বছরের শিশুপুত্র জিহাদকে বুকে নিয়ে বসতঘরে খাটের ওপর শোয়া রুবিনা আক্তার। লেপে ঢেকে আছে মা-ছেলের অর্ধেক শরীর। নিথর নিস্তব্ধ দেহ দু’টির ওপর উড়ছে মাছি। তালাবদ্ধ ওই ঘর থেকে আসছিল পঁচা গন্ধ। একটু দূরেই পড়ে আছে বিরিয়ানির একটি প্যাকেট। মা-ছেলের মরদেহ ঘরে থাকলেও স্বজনরা জানেন না গত চারদিন ধরে খুঁজে ফিরছিলেন তারা।

আজ (৭’ই জানুয়ারি ২০২৩ইং শনিবার), বিকেলে শ্রীপুর পৌর এলাকার এসিআই গেটের পিছনে নিজের বসতঘরেই মিলল রুবিনা আক্তার ও তার ছেলে জিহাদের লাশ।

এলাবাসি জানান, মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ঝুমন হোসেন মাওনা চৌরাস্তা এলাকায় এসে জমি কিনে বাড়ি করেন। এর আগেই দায়পাড়া এলাকার সিরাজুল ইসলামের কন্যা রুবিনাকে বিয়ে করে সংসার পাতেন তিনি। একটি ওয়ার্কশপে কাজ করে ঝুমন সংসার চালান। জিহাদ নামে পাঁচ বছরের ওই পুত্র সন্তান ছিল তাদের। গত বুধবার হঠাৎ করেই রুবিনা ও তার ছেলে জিহাদ নিখোঁজ হয়ে যায়। তাদের বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ। বসত ঘরের বাইরে থেকে তালা দেওয়া। এ কারণে স্বজনদের কেউ আর বাড়িতে খোঁজ নেয়নি।

নিহত রুবিনার বাবা সিরাজুল ইসলাম (৬৫) বলেন, বাড়ির মূল ফটকে তালা ছিল, ফোনেও মেয়েকে পাওয়া যাচ্ছিল না। কোথাও না পেয়ে আমার বড় মেয়ে সেলিনা আক্তারকে বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে যেতে বলি। এক পর্যায়ে আজ শনিবার বিকেলে কয়েকজন মিলে বাড়ির মূল ফটকের তালা ভেঙে দেখতে পান ঘরের দরজাতেও তালা আটকানো। এরপর ঘরের তালা ভেঙে দেখতে পায় মা-ছেলের লাশ।

নিহত রুবিনার বোন সেলিনা বলেন, অনেক দিন আগে থেকেই আমার বোনের সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ ছিল। এ কারণে তার স্বামী ঝুমন মাঝেমধ্যে বাড়িতে আসত। ক’দিন আগেও বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়েছে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, স্বজনদের দেওয়া তথ্য মতে ঘটনাস্থলে এসে মরদেহ পাওয়া গেছে।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) আনিসুর আশেকীন বলেন, লাশের পাশে একটি বিরানির প্যাকেট ছিল। এটি হত্যা নাকি আত্মহত্যা তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বেশ কয়েকটি বিষয় মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে। লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991