শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে দৈনিক জনতা পত্রিকার সম্পাদক কবি আহসান উল্লাহ্ এর মৃত্যুতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ ফেব্রুয়ারী) বিকেল চারটায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় শ্রীপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ায় অংশ নেন সাংবাদিকরা।
শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে, দৈনিক জনতা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মোঃ উজ্জল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সাংবাদিক সমিতি’র সহ সভাপতি ইমরান হাসান, শ্রীপুর সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আতিক হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃবকুল হোসেন,
শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল পারভেজ, শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আল মামুন,শ্রীপুর সাংবাদিক সমিতি’র কোষাধক্ষ মো: মিজানুর রহমান,শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মাসুম শেখ, হাজী আসাদুজ্জামান আসাদ, শ্রীপুর উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, দৈনিক জনতা পত্রিকার সম্পাদক, বর্ষীয়ান সাংবাদিক কবি আহসান উল্ল্যাহ্ গত রবিবার রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।