শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

শ্রীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি টাঙ্গাইলহতে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ বার পঠিত

 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলায় তামিম আহমেদ(২৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটায় দিকে টাঙ্গাইল জেলার কালিহাতির বল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত উজ্জল হোসেন এর ছেলে।

শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন স্কোয়াড কমান্ডার র‍্যাব-১ সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

তিনি জানান,র‍্যাব-১ তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে প্রধান পলাতক আসামি তামীম আহমেদ টাঙ্গাইলের কালিহাতির বল্লা বাজার এলাকায় আত্মগোপনে আছে।

উক্ত সংবাদের ভিতিত্তে ওই থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪শত ৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তামীম আহমেদ ভিকটিমকে ধর্ষণ করছে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য,উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।গাজীপুর জেলার শ্রীপুর থানার গত ২৩ ডিসেম্বর মামলা নং-২২খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(১) রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991