শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্ৰামের মৃত হোসেন আলীর ছেলে বাবুল খানের বাড়ী থেকে আজিদা বেগম (৩৮) নামের এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
(২১’শে এপ্রিল ২০২৪) রবিবার, সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে, বাড়ীর মালিক বাবুল খান ও এলাকাবাসী থানা’য় খবর দেয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বাড়ীর মালিক বাবুল খান বলেন, আজিদা বেগম গত (১৯’ই এপ্রিল ২০২৪) শুক্রবার রাত ০৯:টার দিকে স্বামী স্ত্রী ভাড়া বাসায় আসেন
অাজিদা বেগম, নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার হাইলাটি গ্ৰামের মরহুম রুমালী আলীর মেয়ে। জীবন ও জীবিকা নির্বাহের জন্য জৈনা বাজার পাবনা হোটেলে রান্নার কাজ করতো।
শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলি খান বলেন এলাকাবাসী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে ও লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।