শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে বিশ্ব নদী দিবস ও পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার উদ্যোগের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটায় শ্রীপুর উপজেলা পরিষদর অডিটরিয়ামে আগত অতিথিদের নলেজ শেয়ারিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে “পরিবেশগত ও বর্জ্য ব্যবস্থাপনার দিক দিয়ে কেমন শ্রীপুর চাই” এ বিষয়ে পরিবেশ নিয়ে কাজ করা গুণীজনেরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিকগন তাদের মতামত পেশ করেন।
অনুষ্ঠানে শ্রীপুর নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফি কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান আহাম্মাদুল কবীর খোকন, শ্রীপুর উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি রানা মাসুদ,নদী পরিব্রাজলের শ্রীপুর উপজেলা শাখার সহ-সভাপতি খোরশেদ আলম, শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের সাংবাদিক আব্দুল মালেক, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক শাহাদাত হুসাইন আবির,সাংবাদিক উজ্জ্বল মিয়া,সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক আতিকুর রহমান এলএলবি,কবি মিশকাত রাসেল, ছাত্র সমন্বয়ক রিফাত আহমেদ প্রমুখ।
এসময়ে বক্তারা অবৈধ বালু তোলা, নদী দখল ও নদী সংস্কার, দূষণ মুক্ত, দুর্গন্ধ মুক্ত ও অবৈধ দখলদার উচ্ছেদ,আগত নদীগুলোর মুখে সেন্ট্রাল ইটিপি নির্মাণ, যেখানে সেখানে বর্জ্য ফেলা বন্ধের দাবি জানিয়েছেন।
এ সময় শ্রীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র -ছাত্রীসহ শ্রীপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।