শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ-গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন ফকিরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২/৩ জনকে অভিযুক্ত করে, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং শ্রীপুর থানা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকূল সরকার।
অভিযুক্ত সুমন ফকির গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের শাহাবুদ্দিন ফকিরের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল নয়টা বিশ মিনিট সময় স্থানীয় সুমন ফকির নামে এক যুবক স্কুলে প্রবেশ করে মেহেদী হাসান সৌরভ নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের উপর উপর্যপরি চড় থাপ্পড় লাথি এবং কিল-ঘুষি মেরে নীলা ফুলা জখম করে।
এর প্রতিবাদ করায় শিক্ষকদের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে চলে যায়। অভিযুক্ত সুমন ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে অভিযুক্ত সুমন ফকিরকে মোবাইল ফোনে ফোন দিলেও ফোন রিসিভ করেনি ।