শামীম আল মামুন স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। আশপাশের লোকজন দেখতে পেয়ে দরজা ভেঙে গাড়ির চালক ও মালিককে বের করে আনে। তবে ভেতরেই প্রাইভেট কারের মালিকের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের গাজীপুর টু বদনীভাঙা আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনাটি হয়। মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম মো. মাফিজ মণ্ডল (৬৫)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে। জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলেন মাফিজ মণ্ডল। ঘন কুয়াশায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন বলেন, চালককে নিয়ে মাফিজ মণ্ডল জরুরি কাজে নিজের প্রাইভেটকারে করে ঢাকা যাচ্ছিলেন। ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে যায় গাড়িটি। দরজা ভেঙে বের করার আগে মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস ছাত্তার বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয়রা গাড়ির দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে। তাদের মধ্যে প্রাইভেট কার মালিকের মৃত্যু হয়। জীবিত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ বলেন, প্রাইভেট কার ডোবায় পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি ।