বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

শ্রীপুরে বিদেশী মদ সহ মাওনা হাইওয়ে পুলিশের হাতে দুইজন আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৯ বার পঠিত

শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় বাসের যাত্রী ভেসে অভিনব কায়দায় বিদেশী মদ সরবরাহ করার সময় রাকিব হাসান (২৫) ও ইসমাইল হোসেন (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

 

শনিবার (১৭ঐ জুন) সকাল ৭ টার দিকে অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ গামী বিএম পরিবহনের একটি বাস তল্লাশি করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের সাথে থাকা কাগজে মোড়ানো একটি ব্যাগ থেকে ভারতীয় ৪ বোতল মদ উদ্ধার হয়। রাকিব হাসান সুনামগঞ্জ জেলার ধরাবাজার ধর্মপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে । অপর সহযোগী একই উপজেলার হিরন মিয়ার ছেলে ইসমাইল হোসেন কে গ্রেফতার করে ।

 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ৯ মার্চ সকাল পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা থেকে শাকিল নামের ব্যক্তিকে বিপুল পরিমান বিদেশী মদসহ আটক করে।

 

এসময় তার সাথে থাকা দু’টি ফলের ঝুড়ি থেকে ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার করাহয়। এবং মাদক আইনে শাকিলের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে আরো জানান, আমি মাওনা হাইওয়ে থানার দায়িত্ব নেয়ার পর হতেই আমার সঙ্গীয় ফোর্স দের সাথে নিয়ে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নিরলস প্রচেষ্টায় সধারন জনগন নিরাপদ যানজট ছিনতাই চাঁদাবাজ মাদক মুক্ত মানস্মত সেবা দেওয়া জন্য কাজ করে যাচ্ছি, সামনের দিন গুলোতে সকলের সহযোগিতা পেলে মাওনা হাইওয়ে থানার অধীন এলাকায় সম্পূর্ণ শৃংখল অব্যাহত রাখাসম্বব, মাদক আইনে রাকিব হাসান ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991