মোঃ রতন সরকার স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুরে, ডিবি পুলিশের অভিযানে মাওনা ফ্লাইওভারের নিচ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম বিপিএম, গাজীপুর এর নির্দেশনায়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ, মোঃ দেলওয়ার হোসেন, এর নেতৃত্বে ইন্সপেক্টর/এ.এইচ.এম লুৎফুল কবীর, এসআই/মোঃ আলমগীর কবির, এসআই (নিঃ) মোঃ আমজাদ শেখ, এসআই (নিঃ)/মোঃ রকিবুল ইসলাম, এএসআই (নিঃ) মোখলেছুর রহমান ও ফোর্সসহ শ্রীপুর থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে।
(১৯’শে নভেম্বর ২০২৩) রবিবার দুপুর সাড়ে ১২ টায় শ্রীপুর মডেল থানাধীন মাওনা ফ্লাইওভার এর নিচে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন কেওয়া পশ্চিম খন্ড মুইষ্ঠাপাড়া সাকিন্থ কতিপয় মাদক ব্যবসায়ীকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- গাজীপুরের শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড গ্রামের, মৃত পলু শেখ এর ছেলে মোঃ হাসিবুল শেখ (২২) এবং বিদ্যু চন্দ্র সাহার ছেলে প্রদীপ শাহা (২১)।
ধৃত আসামী হাসিবুল শেখ এর বসত ঘরের ভিতর আসামীদের হেফাজত হইতে উদ্ধারকৃত একশত বিশ বোতল ভারতীয় তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মদ, যার প্রতিটি বোতলের মূল্য আনুমানিক-৫০০০/- টাকা করে সর্বমোট=৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।