গাজীপুরের শ্রীপুর পৌর শহরের চন্নাপাড়া বেপারী বাড়ি জামে মসজিদে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাদ আসর শ্রীপুর পৌরসভার বেপারীবাড়ি এলাকায় বেপারীবাড়ি জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নঈমদ্দিন ফকিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি এ্যাড. কাজী খাঁন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শাহজাহান চঞ্চল, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সেলিম আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সজল, পৌর বিএনপির সহ-সভাপতি আফির উদ্দিন বেপারীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিল্লাল হোসেন বেপারী হৃদরোগে আক্রান্তে হয়ে অসুস্থ হয়ে পরলে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়, তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।ভারতের ব্যাঙ্গালুরের নারায়না হাসপাতালএ