গাজীপুরের শ্রীপুরে আশংকা জনক হারে বেড়ে গেছে গরু চুরির ঘটনা কিছুদিন পরপরই গোয়াল খালি করে নিয়ে যাচ্ছে কৃষক ও গরু ফার্ম মালিকদের গরু। এমনি চুরির ঘটনা ৩১ শে জুলাই পূনরায় ঘটেছে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের হাজী ইয়াকুব আলীর বাড়িতে।
৩১ জুলাই রাতের কোনো একসময় ঘোয়াল ঘরের তালা কেটে উন্নত জাতের দুটি গরু নিয়ে যায় চোর। গরু দুটি ফিজিয়াম জাতের গাভী এবং সিন্দি জাতের বকনা বাছুর। গরু দুটির আনুমানিক বাজার মুল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা হবে।
গরুর মালিক হাজী ইয়াকুব আলীর ছেলে ফরিদ হোসেন জানান, প্রতি দিনের মতো রাত ১০ টার সময় গরু ঘোয়াল ঘরে রেখে আমরা ঘুমাতে যাই।,সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে ওঠে দেখি ঘোয়াল ঘরে গরু নাই। গিয়ে দেখি তালা কেটে গরু দুটি নিয়ে গেছে।তারপর সাথে সাথে শ্রীপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে চকপাড়া পুলিশ ফাঁরির ইনচার্জ এস আই জাফর জানান,তদন্ত করে গরু উদ্ধার ও চোর চক্র কে ধরার জন্য কাজ চলছে।