গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে জামালপুর দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পাশের বগি ইঞ্জিনের সাথে সংযোগের ইউপিন ভেঙ্গে যাওয়ায় ট্রেনের বগি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা যাবত শ্রীপুর রেল স্টেশনে অবস্থান করছে ট্রেনটি।
রবিবরার সকাল এগারোটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি আসে।
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হারুনুর রশিদ জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল এগারোটার দিকে শ্রীপুর রেল স্টেশনে আসে। এখানে এসে ইঞ্জিনের পাশের বগীর সাথে সংযোগের ইউপিন ভেঙ্গেগিয়ে ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে যায়। তবে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।