মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
ঘোষনা
গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান তিন বাহিনীর নতুন পোশাক চূড়ান্ত পুলিশ, র‌্যাব, আনসার দুর্গাপুরে যুবদলের উদ্যোগে কম্বল বিতরণ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ ,শহীদ বিআরটিএ ও পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র উপহার  মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মামলার ২৪ ঘন্টার মধ্যে ৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে।   জুলাই ঘোষণাপত্র সবার মতামতের ভিত্তিতে করতে চাই উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌজন্য সাক্ষাত, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকেরিয়া হোসেন। বাসুদেবপুর ইউনিয়ন বিএনপি কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

শ্রীপুরে ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু দুজন গুরুতর আহত

শামীম আল মামুন 
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ভবনের ছাদে অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মাওনা ইউনিয়ন মাওনা গ্রামের মো. জুয়েলের মালিকানাধীন ‘মনোয়ারা মঞ্জিলে’ এ ঘটনা ঘটে।

নিহত সাফাতুল (১৪) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মর্ধকোনা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। আহতরা হলেন, একই উপজেলার মো. মমিনের ছেলে রিফাত (১৪) ও মো. বাচ্চু মিয়ার ছেলে মারুফ (১৮)।

এ ঘটনায় আহত রিফাত বলেন, রাতে অভিমান করে সাফাতুলের ভাড়া বাসায় চলে আসে। মারুফকে সাফাতুল তাঁর বাসায় থাকতে দেয়। বাসার ছাদের ওপর একপাশে একটু ছোট্ট রুমে তাকে থাকতে দেয়। সকালে ঘুম থেকে উঠে ছাদে হাঁটাহাঁটি করার সময় বাড়ির ছাদ ঘেঁষে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনে অসাবধানতাবশত হাত দেয়।

এ সময় সিফাতুল শুধু কাঁপতে থাকে। মারুফ তাঁকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এরপর আমি দৌড়ে গিয়ে দেখি সাফাতুলের পরনের লুঙ্গি থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর আমি আগুন লাগছে বলে সজোরে চিৎকার দিয়ে তাঁদের উদ্ধার করতে গেলে আমিও বিদ্যুতায়িত হই। এরপর বাড়ির লোকজন অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে।’

 

রিফাত আরও বলেন, ‘স্থানীয় গুরুতর সাফাতুলসহ আমাদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। এরপর সাফাতুলের অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। গুরুতর আহত মারুফ শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’

বাসার অপর ভাড়াটিয়া আশরাফুল ইসলাম বলেন, বাসার ছাদ ঘেঁষে যাওয়া পল্লী বিদ্যুতের সঞ্চলন লাইনের তারে জড়িয়ে তিনজন আহত হওয়ার সঙ্গে সঙ্গে খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। মনোয়ারা মঞ্জিলের মালিক জুয়েল মিয়া বলেন, ‘বাসায় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। তবে আমি বাসায় থাকি না। আমি হাসপাতালে যাচ্ছি।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম বলেন, দুজন বিদ্যুতায়িত হয়ে আহত অবস্থায় হাসপাতালে এসেছে। একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ভবন ঘেঁষে বিদ্যুতের তার থাকার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের ডিজিএম আহমেদ শাহ আল জাবেদ বলেন, ‘এই ভবন নির্মাণের আগেই বিদ্যুতের সঞ্চলন লাইন স্থাপন করা হয়েছিল। তা ছাড়া এখনো নিরাপদ দূরত্বে রয়েছে বিদ্যুৎ লাইন।’ কি রকম নিরাপদ দূরত্ব? একজন শিশু বাচ্চাও এই লাইন ধরতে পারবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সরেজমিন খোঁজ খবর নিয়ে দেখব।’

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মো. কবির হোসেন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে স্থানীয়রা নিয়ে গেছে। এ বিষয়ে ঘটনার তদন্ত চলছে, তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991