শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃগাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায় কিন্তু কোন পরিচয় পাওয়া যায়নি।
রবিবার(২২ ডিসেম্বর) দুপুর দেড় টার দিকে উপজেলার ভাংনাহাটি গ্রামে এম এন্ড ইউ ট্রিমস লি: কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।পরে আর ৪ টি ইউনিট যুক্ত হয়।
কারখানা ও স্থানীয় সুত্রে জানাযায়,এখানে বাটন তৈরি করা হতো।হঠাৎ দুপুর দেড়টার দিকে কারখানার ভেতরে বিকট শব্দ হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানা ভেতরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় ও কারখানার রেসকিউ টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কারখানার ভেতরে থাকা কেমিক্যালের ড্রাম কতক্ষণ পর পর বিস্ফোরিত হতে থাকলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।এ ঘটনায় কারখানার ম্যানেজার আ: রহমান আহত হয়েছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। কেমিক্যাল বিস্ফোরণের কারণে কাছে থেকে কাজ করা সম্ভব হচ্ছিলনা ।