শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। (২০ জানুয়ারি ২০২৩ইং শুক্রবার) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে।
নিহত সিয়াম (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং শাকিল হোসেন (১৮), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাহাদিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে তারা দু’জনেই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিল।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শুক্রবার বেলা সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল (গাজীপুর-ল-১১-৩৪৫৭) ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী মৃত্যু হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।