শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার গ্যাস লাইন সঞ্চালনের জন্য পাকা ও ঢালাইপাকা সড়ক কাটার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১২সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার বহেরারচালা নতুন বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে প্রায় দুই বছর আগে আর সি সি ঢালাই করে নির্মিত সড়কে কাটা আর বাঁধা দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে গত দুই সপ্তাহ যাবৎ থেমে থেমে চলছে উত্তেজনা। অদৃশ্য কারণে কোটি কোটি টাকার খরচে নির্মিত পাকা সড়ক কাটার বিষয়ে জানেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । তবে কারখানা কর্তৃপক্ষ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমতি নিয়ে রাস্তা কাটা শুরু করেছে তারা।
ইতোমধ্যে রাস্তা কাটা বন্ধের দাবীতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধন ও প্রতিবাদ কালে বক্তারা বলেন, শ্রীপুর পৌরসভার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড থেকে পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরার চালা অভিমুখে এক্স সিরামিকস নামক কারখানা পর্যন্ত আড়াই কিলোমিটার পাকা ও ঢালাই পাকা সড়কের একপাশের ৪ফিট পরিমাণ রাস্তা রোড কাটিং মেশিন বসিয়ে কাটার প্রস্তুতি নিচ্ছে।
গত প্রায় পনের দিন আগে সড়কের আড়াই কিলোমিটার অংশের একপাশে রাস্তা এক্সকাভেটর (ভেকু) দিকে কাটা শুরু করলে
রাস্তা কাটা বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, বিভিন্ন পরিবহন চালক ও সচেতন মহল।
এলাকাবাসীর তোপের মুখে পিছুহটে কারখানা কর্তৃপক্ষ ।
গত সোম ও মঙ্গলবার (১১ও ১২ সেপ্টেম্বর)কারখানা কর্তৃপক্ষ পুনরায় রাস্তা কাটার জন্য এক্সকাভেটর নিয়ে আসলে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে এলাকাবাসী।
স্থানীয় সমাজকর্মী সফি কামাল জানান, প্রয়োজনে আমার বুক পেতে দিবো। তবুও আমার স্বপ্নের রাস্তা কাটতে দিবো না। রাস্তা কাটার প্রস্তুতি নেয়ার পরপরই আমরা স্হানীয় প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি।
এক্স সিরামিকস কারখানার মানবসম্পদ কর্মকর্তা শামীম শেখ জানান , গ্যাস লাইন সঞ্চালনের জন্য রাস্তা কাটছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ । বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের, তবে গ্যাস লাইন সঞ্চালন হবে আমাদের কারখানায়। তবে অনুমতি নিয়েই রাস্তা কাটার প্রস্তুতি নিয়েছি আমরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলার নদী পরিভ্রাজন দলের সাধারণ সম্পাদক শফি কামাল,হাজ্বী রুকুনুজ্জামান,খোরশেদ আলম,গিয়াস উদ্দিন মাঝি,মিজানুর রহমান,শাহাদাত হোসেন প্রমুখ ।