শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায়, শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
(৩০’শে আগষ্ট ২০২৩) বুধবার মাওনা চৌরাস্তায়, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক, নাসির উদ্দিন জর্জ এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের কিংবদন্তি, শ্রীপুর তথা গাজীপুরের গর্ব। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীবিদ, সাবেক সফল মন্ত্রী, বিজ্ঞ পার্লামেন্টরিয়ান, ৬০ বছরের সুদীর্ঘ রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রীপুর মা মাঁটির সন্তান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মোঃ রহমত আলী (এমপি’র) সুযোগ্য সন্তান। গাজীপুর জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, আলহাজ্ব এডভোকেট মোঃ জামিল হাসান দূর্জয়।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে যা যা দরকার আমরা সব করবো। আমি এই শ্রীপুরের সন্তান আমার পিতা এই শ্রীপুরের মা মাটি মানুষের অন্তরের মানুষ ছিলেন। আমার পিতার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয় না আসা পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ্। বিএনপি যেন কোন প্রকার নাশকতা না করতে পারে সেইদিকে সকল নেতৃবৃন্দকে কে খেয়াল রাখার নির্দেশ দিচ্ছি।
আমি আশা করছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মমতাময়ী দেশমাতা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা উপহার দিয়ে গাজীপুর ৩ আসনের মানুষের উন্নয়ন করার সুযোগ দিবেন।
বিশ্লেষকরা মনে করছেন,
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রায় (দের কেলোমিটার) জোরে মিছিলের মতো এতো বিশাল জণসমাগম গাজীপুর ৩ আসনে পূর্বে কখনো দেখা যায়নি। এই বিশাল জণসমাগম অতীতের রেকর্ড ভেঙ্গে দিয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর আলম শেখ, শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, মাওনা বহুমূখী উচ্চবিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, শ্রীপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব, মোঃ জুনাইদ হাবীব রুবেল।
গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সজিব মৃধা, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রনি, শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সফল সাধারন সম্পাদক ও পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ লুৎফর রহমান সোহাগ- সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।