শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তা তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে, শ্রীপুরস্থ গফরগাঁও পাগলা ঐক্য পরিষদ” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২৩’শে মার্চ ২০২৪) ১২’ই রমজান, শনিবার উক্ত সংগঠনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল (বিএ), তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন, গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ আব্দুস সালাম মোল্লা, কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আশরাফুল ইসলাম রতন, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সালাম রানা, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুল হাসান হান্নান, কবি, লেখক, গবেষক ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলন, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আলী আজগর (বি কম), শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। সাংবাদিক শিহাব খান, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
এছাড়াও “শ্রীপুরস্থ গফরগাঁও পাগলা ঐক্য পরিষদ” এর নির্বাহী সদস্য কাজল ফকির, ক্বারী সিরাজুল ইসলাম, নুরুজ্জামান মাস্টার। সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন মৃধা, সহ-সভাপতি একে এম আরফান আলী, যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান আহাদ, সহ-সম্পাদক খোরশেদ আলম, সহ-সম্পাদক মির্জা তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, সহ- সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ বাসেত মিয়া, সহ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ সজল, প্রচার সম্পাদক এখলাস উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আরফান আলী খান, সহ-সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন রনি সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
“শ্রীপুরস্থ গফরগাঁও পাগলা ঐক্য পরিষদ” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী রেডিও টেলিভিশনের ভাষ্যকার হাবিবুল্লাহ বেলালী।
দোয়া ও আলোচনা সভা শেষে প্রায় পাঁচ শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।