আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন সাংবাদিক আব্দুর রউফ রুবেল ও তার পরিবার।
মঙ্গলবার (২৮ জুন) ভোর বেলায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নিজ এলাকায় হামলার শিকার হয়েছেন তারা।
এ বিষয়ে শ্রীপুর থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুর রউফ রুবেল রাফির বাবা আফাজ উদ্দিন উপজেলার তেলিহাটি মৌজায় দেড়যুগ আগে ক্রয়কৃত ৩৩ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। সেই জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগানো হয়েছে। হঠাৎ করে একই এলাকার কিছু চিহ্নিত লোক ওই জমি দখলে নেয়ার চেষ্টা শুরু করে।
ঘটনার দিন ভোরে অভিযুক্ত মোঃ মইদর (৫৫) ও তার ছেলে সাইফুল (২৮) গং ওই জমিতে ঘর নির্মাণের জন্য টিন, ইট, রড, সিমেন্ট, রাম দা, সাবল ও অন্যান্য দেশি অস্ত্রসহ জমিতে আসে। খবর পেয়ে রুবেলের বাবা সন্তানকে নিয়ে বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয়ে হামলা চালায়।
এ সময় সাংবাদিক রুবেলকে মেরে ফেলার উদ্দেশ্যে রাম দা দিয়ে কুপায়। এতে রুবেলের পায়ে মারাত্মক জখম হয়। এছাড়া রুবেলের মা, স্ত্রী এবং বাবা আফাজ উদ্দিন মারাত্মক জখম হয়। এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন আসায় হামলাকারীরা চলেযায়। পরে তাদের আহত অস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাংবাদিক রুবেল রাফির পিতা আফাজ উদ্দিন জানান, প্রায় দেড়যুগ আগে আমি ওই জমি ক্রয় করি এবং যার খাজনা খারিজ করে ভোগ দখল করে আসছি। ওই মইদর এলাকার খারাপ লোক। তার নামে শ্রীপুর থানায় আরও মামলা রয়েছে। সে নানা সময়ই আমার ওই জমি দখলের হুমকি দিয়ে আসছিলো। সেই হুমকির প্রেক্ষিতে আজ ভোরে জমি দখল নিতে আসে। আমি খুঁজপেয়ে আমার সন্তান ও পরিবারের লোকজন এসে বাধা দিলে। আমাদের উপর হামলা করে বিশেষ করে আমার ছেলেকে মেরে ফেলতে চায়।
আমার ছেলে মানুষের উপকারে কাজ করে,
সাংবাদিকতা করে। তাকে মারতে চায়। আমি এর কঠোর বিচার চাই।
সাংবাদিক রুবেল রাফি বলেন, আমাকে মেরে ফেলার জন্যেই মাথায় দা দিয়ে কোপ দিয়েছে। কিন্তু আমি সরে যাওয়ায় তা পায়ে লাগে। ওরা অনেকদিন ধরেই আমাদের জমি দখলের হুমকি দিয়ে আসছে। আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমার স্ত্রী, মা ও বাবার নিরাপত্তা চাই।
অভিযুক্ত মইদরের সাথে যোগাযোগ করতে তার ফোন নাম্বারে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদমনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি,তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুর রউফ রুবেল (৩০) দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক অধিকার পত্রিকার গাজীপুর জেলা ও গ্লোবাল টিভির শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি শ্রীপুর কারিগরি কলেজে খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন।