শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সফল রাষ্ট্রনায়ক, মমতাময়ী দেশমাতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য, সমাজ সেবামূলক কাজে সবাইকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য। ১৮’ই জানুয়ারি ২০২৩ইং বুধবার, সকাল থেকে সন্ধা পর্যন্ত।
গাজীপুরের শ্রীপুর বিভিন্ন এলাকার অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমেটি’র সদস্য। আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ তাঁতীলীগ শ্রীপুর উপজেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি, মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ আলী (বি.কম)।
এই সময়ে উপস্থিত ও সার্বিক সহযোগিতা করেছেন, বাংলাদেশ তাঁতী লীগ শ্রীপুর উপজেলা শাখার সম্মানিত সহ সভাপতি, খন্দকার জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলার শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মোঃ শাহাদত হোসেন ফকির, উপজেলা তাঁতী লীগের সম্মানিত সদস্য মোঃ খোরশেদ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরনের সময়, মোহাম্মদ আলী (বি.কম), বলেন। এই শীতে অনেক হতদরিদ্র, গরিব ও অসহায় মানুষ শীতবস্ত্রের জন্য অনেক কষ্ট করেন, অনেকেই আছেন যাদের শীতবস্ত্র কেনার মতো সামর্থ্য নেই, আমার সামর্থ্য অনুযায়ী সে সব হতদরিদ্র, গরিব মানুষের মাঝে আজ কিছু শীতবস্ত্র বিতরন করেছি।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যতোদিন বেঁচে থাকবো আমার সামর্থ্য অনুযায়ী ততদিন এভাবেই, হতদরিদ্র, গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করবো।